XM

অনলাইনে সার্ভে কি? কেন ? এবং কিভাবে করতে হবে? বিস্তারিত......।


 

একদম সাধারণ যে প্রশ্ন গুলোর সম্মুখীন হতে হয় বা হচ্ছি বা আপনি জানতে চান আমার কাছে ?

 

প্রশ্ন -  সার্ভে কি ?

সার্ভে হচ্ছে জরিপ , ধরুন কোনো কোম্পানি তাদের প্রোডাক্ট মার্কেটে মাস আগে ছেড়েছে এখন সেই কোম্পানি তাদের বাজার যাচাই-বাচাই করার জন্য সার্ভে কোম্পানি গুলোকে টাকা দিয়ে তাদের প্রডাক্টির মান সম্পর্কে জানার জন্য।

 

মানুষের কাছে তাদের প্রোডাক্টটি ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে , বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন মতামত নেয়

 

আর এই কাজ গুলো করার জন্য সার্ভে কোম্পানি গুলো ওই কোম্পানি গুলো থেকে টাকা নেয় ,এবং আমরা যারা এগুলো কাজ করে দিই তাদের কিছু কমিশন দেয়।

 

প্রশ্ন-২ঃ কাজ করতে কি কি দরকার?

কাজ করতে হলে, অবশ্যই আপনাকে ভালো ইন্টারনেট কানেকশন, পাশাপাশি,

ডেক্সটপ বা ল্যাপটপ

থাকতে হবে।

এছাড়াও, ইংরেজিটা মুটামুটি জানতে হবে।

 

প্রশ্ন : আপনি কী সার্ভে সাইটে একাউন্ট খুলে দিবেন নাকি আমাকেই করতে হবে ?

 

উত্তর : অবশ্যই আপনাকে নিজে করে নিতে হবে সাথে আপনার অভিজ্ঞতাও হলো। তবে একাউন্ট খুলতে যা যা ইনফো লাগবে আমি দিয়ে দিবো নোটপ্যাডে  এবং প্রয়োজনে Skype/Anydesk/Teamviewer দিয়ে তা দেখিয়ে দিব।

 

প্রশ্ন ৪ঃসার্ভে সাইটে ফোন ভেরিফিকেশন করতে যে নম্বর লাগে তা কোথায় পাবো ?

 

-অধিকাংশ সার্ভে সাইট গুলোতে ফোন ভেরিফেকেশন করতে হয়। এবং আমেরিকার নাম্বার প্রয়োজন হয়, আর সেগুলো আমাদের থেকে আপনি নিতে পারবেন, প্রতি ভেরিফাই  +_২০০৳ । সুতারাং, এটা নিয়ে চিন্তার কিছু নাই।

 

প্রশ্ন : আমি ডেইলি / ঘন্টা সময় দিলে কত ইনকাম করতে পারবো ?

 

উত্তর : নরমালি আপনি নতুন অবস্থায় যদি / ঘন্টা কাজ করেন। আমি মনে করি,এটা আপনার জন্য ভালো।

আসলে ইনকামের বিষয়গুলা সম্পুন্ন ব্যাক্তির ওপর নির্ভর করে , কাজটা বোঝা ,ধরে রাখা কন্টিনিউ এর ওপর সাথে একটা অভিজ্ঞতা

কোনো কোনো মাসে একজন ভালো মানের ফ্রীলান্সারও কিন্তু মার্কেটপ্লেস থেকে ২০০$ ইনকাম করতে পারে না ? কেন পারে না ? সময় কম দেয় , উইন হয় না , ক্লায়েন্টের সাথে কমুনিকেশন প্রব্লেম ইত্যাদি

আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন

 

প্রশ্ন ৬ঃ সার্ভে সাইটে কী লং টাইম কাজ করতে পারবো নাকি দুইদিন পর ভেগে যাবে অন্নান্য সাইটের মতো ?

 

যারা নতুন তাদের মনে এই প্রশ্ন আসবে। কিন্তু পুরাতন অর্থাৎ যারা কাজ করছে ষ্টীল তারা এসব ভাবে না ,কারণ তারা জেনে গেছে আসলে এই মার্কেট সম্পর্কে।

 

প্রশ্ন :আমার তো পেপাল কিনার মতো এখন টাকা নাই বা পেপাল একাউন্ট নাই ,আমি কি কাজ করতে পারবো ?

 

উত্তর :হ্যা পারবেন। সার্ভে সাইট থেকে পেপালে ,ব্যাংকে ,গিফট কার্ড এবং চেকে ডলার ক্যাশ করা যায়।

সুতারং আপনি গিফট কার্ডে নিবেন

কার্ডে নিলে কিছু লাগে না জাস্ট যে মেইল দিয়ে সার্ভে সাইটে একাউন্ট করছেন, সে মেইলে গিফট কার্ড কোড পাঠিয়ে দেবে।

আমরা যেহুতু বাংলাদেশ থেকে করছি কাজ,

তাই (~Gift Card ~) পেমেন্ট নিতে পারি।

 

 

প্রশ্ন : আমি আমার মেইলে গিফট কার্ড নিয়ে তা ক্যাশ করবো কিভাবে?

 

উত্তর : অনেকে আছে যারা এসব কিনে এবং কিছু ট্রাস্টেড গ্রুপ আছে সর্বোপরি আমরা তো আছি।

মজার বিষয় হলো এইগুলা আমাদের কাছেই আমার মেম্বাররা সেল করে বিকাশ, রকেটে পেমেন্ট নেয় ,তাই আপনিও নিতে পারবেন।

 

প্রশ্ন :  আমার পিসির কনফিগারেশন কেমন লাগবে ?

উত্তর :ভাই আপনার পিসি ব্রাউজারে মোটামোটি ফেইসবুক, মেইল , Youtube চললেই হবে।

 

প্রশ্ন : আমি কাজটা শিখবো বা বুঝবো কি ভাবে ?

উত্তর :.আমাদের থেকে শিখতে পারবেন। আমরা আপনাকে SKYPE/TELEGRAM/WHATS APP তে এবং কিছু ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে শিখিয়ে দেব।

      

 

প্রশ্ন ১০: ,প্রক্সি সার্ভার /আইপি ,মেয়াদ কত দিন?

 

উত্তর :যেদিন নিবেন সেদিন থেকে ৩০ দিন।

 

প্রশ্ন ১১:আইপি নিলে আমি কয়টা সাইটে কাজ করতে পারবো?

 

উত্তর :সাধারণত  ইনকামের জন্য দুই /একটা সাইট যথেষ্ট ,তাই এক সাথে অনেক সাইটের পিছনে দৌড়ে লাভ নাই।

মোনোযোগ দিয়ে কাজ করলেই / টা থেকেই ভালো ফিডব্যাক আসবে [ প্রমাণিত ]

 

প্রশ্ন ১২: সার্ভে আমি দিনে না রাতে করবো ? কোনটা পারফেক্ট সময় ?

 

উত্তর : অবশ্যই রাত বেটার আমাদের বিডি সময় সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা, আমেরিকাতে দিনের সময়।

 

আমাদের এখানে যেমন দিনের বেলা ব্যাংক, অফিস ,আদালত ,কোম্পানি খোলা ,সেই হিসাবে রাতেই কাজ করার উত্তম সময়।

তাইলে কী দিনে করতে পারবো না?

হ্যা, পারবেন আমাদের এখানে দেখবেন বাস স্ট্যান্ড, রেল স্টেশন বড় মার্কেট রাতেও খোলা থাকে

সুতরাং নতুন একাউন্ট না পুরাতন অক্কোউন্টের ক্ষেত্রে দিনেও ভালো কাজ করা যায়

 

তবে, অভিজ্ঞদের পরামর্শ অনুযায়ী- সন্ধ্যা ৬ঃ০০ থেকে পরের দিন সকাল ০৯ঃ০০ পর্যন্ত কাজ করা উত্তম (বিডি সময়)

 

প্রশ্ন ১৩: এতক্ষন তো অনেক উত্তর দিলাম

এখন আর প্রশ্নই খুঁজে পাচ্ছি না

তাই উত্তরও নেই

 

এরপরও যদি প্রশ্ন থাকে আমাকে মেসেজ করতে পারেন।
Skype: jahidboss_1

 

আসুন এক নজরে জেনে নেই সার্ভে সাইট কি এবং এর কাজ কি? এর বিস্তারিত কিছু তথ্য_

 

সার্ভের মানে হলো জরিপ, ইউএস কিছু এনজিও/গবেষণা প্রতিষ্ঠান আছে এরা মানুষ থেকে শুরু করে বিভিন্ন খাবার পশু পাখি ইত্যাদির উপর জরিপ করে, শুধু তাই নয়! এইপ্রতিষ্ঠান গুলো তাদের প্রতিদিনের চলাফেরা থেকে শুরু করে একটি পরিবার সম্পর্কে জানতে চায় বা বিভিন্ন মতামত/জরিপ নেয়, এটাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি জরিপ/গবেষণা/মতামত।

 

. প্রশ্ন: এই জরিপের কাজ কি?

 

উত্তর: এই প্রতিষ্ঠান গুলো অনলাইনে কিছু ফর্ম দেয় সেই ফর্ম গুলো পূরণ করলে ওই প্রতিষ্ঠান গুলো এর বিনিময়ে আমাদের কে টাকা প্রদান করে।

 

. প্রশ্ন: এই কাজগুলো কে কে করতে পারবে এবং খুব বেশি ইংলিশ জানতে হবে কিনা?

 

উত্তর: এই কাজগুলো করার জন্য বিশেষ কোন শিক্ষার প্রয়োজন নাই এবং হালকা পাতলা ইংলিশ পড়ে বুঝতে পারলে হবে।

 

. প্রশ্ন: আমি এই কাজ গুলো করতে পারবো?

 

উত্তর: আপনার যদি ইন্টারনেট সম্পর্কে ধারণা থাকে এবং আপনি যদি ফেইসবুক/জিমেইল একাউন্ট খুলতে পারেন তাহলেই হবে।

 

. প্রশ্ন: এই কাজ গুলো কি খুব কঠিন?

 

উত্তর: সার্ভে কাজ একদম সহজ কাজ আবার কঠিন। যদি আপনি ইংলিশ ভালো না হন এবং সাধারণ বিষয়ে বেসিক ধারণা না থাকে, তাহলে একটু চর্চা করলেই আপনি পারবেন।

 

. প্রশ্ন: এই কাজগুলো করতে কি কি প্রয়োজন?

 

উত্তর: একটি কম্পিউটার অথবা ল্যাপটপ, ইন্টারনেট এবং একটি পেইড আইপি সার্ভার।

 

. প্রশ্ন: আমি প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারবো?

 

উত্তর: প্রতিদিন 4/5 ঘন্টা কাজ করলে মাসে $100/$150/$200 /$300 USD=8,000/12,০০০/16,০০০/24,000/ টাকা ইনকাম করা সম্ভব।

এবং মজার বিষয় হলো এখান থেকে ৫০০$+ আর্নিং করা সম্ভব যা আমাদের অনেক মেম্বাররা করে। আপনারা আমার ফেইসবুক গ্রুপে জয়েন হলে দেখতে পারবেন লাইভ এক্টিভিটিস। সুতরাং হতাশার এবং আশ্চর্যের কিছুই নাই।

 

. প্রশ্ন: এই সাইটগুলো পেমেন্ট দিতে কোনো ঝামেলা করে কিনা?

উত্তর: ১০০% গ্যারান্টি এই সাইটগুলো পেমেন্ট দেয়।

 

প্রশ্ন: এই সাইট গুলো কিসের মাধ্যমে পেমেন্ট দেয় বা পেমেন্ট তুলতে কি একাউন্ট লাগে?

 

উত্তর: একটি ইউএস এর ১০০% ভেরিফাইড পেপাল একাউন্ট লাগবে।

তবে আপনি পেপ্যাল একাউন্ট ছাড়াও কাজ করতে পারবেন গিফট কার্ডের মাধ্যমে টাকা তুলে নিতে পারবেন।

সুতরাং প্রাথমিক অবস্থায় পেপাল ব্যাতিত আপনার ইনকাম হবে, কোন চিন্তা নাই।এই বিষয়ে আগেই বলেছি।

 

Survey Site গুলো তে অ্যাকাউন্ট করার সময় যে বিষয় গুলা অবশ্যই খেয়াল রাখবেন তা হল

 

বয়স ৪০ এর বেশি দিবেন।

 

ইনকাম বেশি দিবেন। শেষের দিক থেকে - নং উপরের অপশন দিবেন।

 

Race অবশ্যই Caucasian/white দিবেন।

 

Hispanic or Native এই অপসন No দিবেন।

 

আর জব Market Research দিবেন No।

 

CEO/Manager /Analyst জব টাইটেল দিবেন

 

 

তবে হ্যা এসব বিষয়গুলা যারা আমাদের সার্ভিস নিবে তাদের জন্য আরও ভালো-ভাবে ক্লিয়ার করে দেওয়া হবে। তাই চিন্তার কোন কারণ নাই

 

ব্যাস এই কয়েকটা বিষয় খেয়াল রাখলেই হবে।

Note 1:

যেটাতে অ্যাকাউন্ট করবেন সব নোট প্যাড লিখে রাখবেন। মেইল এড্রেস, পাসওয়ার্ড, আপনার জন্ম, আপনার বেবির জন্ম সাল, আপনার কয়টা গাড়ি, কোন মডেলের সব নোট প্যাড লিখে রাখবেন।

Note 2:

প্রত্যেক টা সার্ভে শুরুর শেষ -১০ তা প্রশ্ন করে আপনার পারসোনাল তথ্য নিয়ে ।এই গুলা যদি আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে তথ্য দিছেন তার সাথে না মিলে তা হলে disqualified হবেন।

অন্য জব দেন (market research বাদে) disqualified হবে না। আর ইনকাম বেশি দিতে হবে।

 

সার্ভে প্যাকেজ এবং দাম

আমাদের কাছে আপাতত ২ ধরনরে সার্ভার আছে সার্ভিস আছে।

১> Residential Proxy Daily IP

২>  Residential Monthly IP+VPS

 

কেন প্রক্সি নিবেন?

VPS দিয়ে অনেক সাইটে একসেস করা যায় না এজন্য একটা ,

প্রক্সি সার্ভার মজিলা ব্রাউজারে লাগিয়ে নিলে অনেক ভালো হয় ।এছাড়াও বেশ কিছু সুবিধা রয়েছে,।যার জন্য আমরা মনে করি VPS এর তুলনায় Proxy বা IP টা ভালো।
এখন মুলত Proxy বা IP তেই কাজ হয়।

 

আপনি চাইলে VPS নিতে পারেন আবার নাও নিতে পারেন জাস্ট অপর্চুনিটি এটা _

 

তবে Residential Proxy Or Daily IP বড় সুবিধা,

সব সাইটে কাজ করতে পারবেন অনায়েসে এই আইপির বৈশিষ্ট হলো

>অরিজিনাল আমেরিকান রেসিডেন্সিয়াল আইএসপি [ মোবাইল আই এসপি, সকল আইএসপি আমাদের কাছে এভেইলেবল

>সাইটে কাজ ভালো হয় এবং কাজ পরিমাণ বেশি আসে।

>অল সাইটে সাপোর্টেড

>বিস্তারিত ইনবক্সে বলা হবে যদি আপনি আগ্রহী হন

যারা পুরাতন মেম্বার সার্ভে সাইটে তারা বুঝবেন এই আইপির কদর।

এখন আমরা এটা দিয়েই ভালো পারফর্ম করতেছি

রেকমান্ড থাকবে এটা নিয়েই কাজ করেন।

আরো কোনো আপডেট পাইলে আপনাদের জানানো হবে

যাই হোক আমাদের সব প্যাকেজ গুলা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো মন্দ আপনি সিদ্ধান্ত নিবেন, আমাদের জানানো দরকার জানালাম।


আমরা যেহুতু টিম নিয়ে দীর্ঘ দিন যাবত কাজ করছি সুতরাং সকল প্রকার কাজের আপডেট আপনি অনায়াসে পাবেন আমাদের কাছে [ ফেইসবুক গ্রুপ থেকে বা টেলিগ্রাম থেকে]

 

মুল্য তালিকাঃ

 

 

১> Residential Monthly IP 

২> Best Residential Proxy IP 

রেকমান্ড থাকবে কষ্ট হলেও এটা নিন

কাজ করে মজা পাবেন

 

(তবে যারা আমাদের সাথে একটানা কাজ করবেন, তাদের জন্য পরবর্তী ২য়/৩য় মাস থেকে বিশেষ কিছু সুবিধা দেওয়ার হবে )

 

 

 

এখন আমাদের থেকে সার্ভিস নিলে আমরা কী কী দিবো?

 

আমাদের বৈশিষ্ট্য নিচে ছোট আকারে তুলে ধরলাম

 

 

 

.আপনি আমাদেরকে পেমেন্ট করার ৬ থেকে ১২ ঘন্টার মধ্যে আপনার অর্ডার ডেলিভারি দেয়া হবে [ আইপি হলে ঘন্টার মধ্যে (এটা সর্বোচ্চ সময়)

 

.আপনাকে সকল সার্ভে রিলেটেড ইনফো একটা নোটপ্যাডে আমরা দিবো (মেইল, স্কাইপ, ফেসবুকে)

 

.ভিপিএস ইনফো (আইপি, ইউসার নেম, পাসওয়ার্ড) এবং আইপি নম্বর এবং রেঞ্জ - পোর্ট (প্রয়োজনে পিসি তে সেটআপ করে দিব, Anydesk/TeamViewr মাধ্যমে।

 

.আমেরিকান রিয়েল ব্যাক্তির নাম, এড্রেস, হোম নম্বর, রোড নম্বর।

 

.ফ্যামিলি মেম্বার ডিটেইলস (ছেলে, মেয়ে, বউ এবং এদের বয়স  

 

.আইপি রিলেটেড যেকোনো সমস্যার ইনস্ট্যান্ট সল্যুশন ২৪/ স্কাইপি সাপোর্ট।

 

.সার্ভে কাজের প্রব্লেম গুলো লাইভ সাপোর্ট দেয়া হয় TeamViewr অথবা Anydesk দিয়ে।

 

.আপনার ডলার গুলা আমরাই ক্যাশ করে দিবো বিডিটি টাকা তে এবং আপনার ওয়ালেট বিকাশ, রকেট ব্যাংকে পাঠায় দিবো।

 

.আমাদের দেয়া ভিডিও দেখে আপনি ১০০% সার্ভে কমপ্লিট করতে পারবেন।

 

১০.অর্থাৎ আর্নিং _উইথড্র _ক্যাশ পর্যন্ত আমরা সাথেই থাকবো।

 

১১.আমাদের পেইড মেম্বারদের জন্য থাকবে সিক্রেট ফেইসবুক/টেলগ্রাম গ্ৰুপ।

 

১২.যেকোনো সমেস্যা আপনি আমার কাছে অথবা অন্য মেম্বারদের কাছ থেকে সল্যুশন নিতে পারবেন।

 

১৩.কাজের জন্য প্রয়োজনীয় ইনফো আমরাই প্রদান করবো। তাই পেইন নেয়ার কিছু নাই।

 

১৪.ইন্টারনেট বেসিক গুলা আপনার অবশ্যই ক্লিয়ার থাকতে হবে।

 

১৫.সার্ভে কাজে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাপোর্ট। ইনশাল্লাহ সেটা আপনি আমাদের কাছে পাবেন

 

 

 

 

পরিশেষে, এখনো যদি আমাদের কোনো কিছু আপনার কাছে অস্পষ্ট, ফল্ট ,ফ্রড লাগে ,প্লিজ আমাদের রিভিউ ফেইসবুক গ্রুপ ,পেজ , এবং গ্রুপের মেম্বারদের কাছে জেনে নিন। দরকার হলে আরো কয়েক মাস আপনি সময় নিন কাজ করার আগে ,আমরা হারাবো না এইভাবেই সার্ভিস দিয়ে যাবো ইনশাল্লাহ।

 

 

 

কাজটা করতে শর্টে কি কি লাগবে?

 

- একটা পেইড ভালো মানের রেসিডেন্সিয়াল আইপি [ডেডিকেটেড এবং স্ট্যাটিক

- আমেরিকান ফোন নম্বর

- ভালো ভালো সার্ভে সাইট।

- দক্ষ গাইডলাইন।

-বেস্ট সাপোর্ট

-ডলার ক্যাশের বিশ্বস্থ জায়গা

-ইংলিশ কনভার্সেশন এক্সপার্ট

-অবশ্যই শিক্ষিত ব্যাক্তি [ইংলিশ বুঝতে পারে এবং রিপ্লায় করতে পারে এমন ]

১০.একটি কম্পিউটার /ল্যাপটপ এবং অবশ্যই বেস্ট ইন্টারনেট কানেক্টেড

১১.মোবাইল দিয়ে সার্ভে করা যায় তবে কম্পিউটার বেস্ট।

১২.গুগল করা জানতে হবে যেকোনো বিষয়ে মাস্ট আপনি যেটা জানেন না ওটা গুগল থেকেই আদায় করে নিতে হবে।

১৩.সাপোর্ট কন্টাক্টে কথা বলার মতো সাহস।

১৪. এইগুলাই মোটামোটি।

 

 

এছাড়া আমাদের ফেইসবুক/টেলগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। জয়েন হয়ে দেখতে পারবেন কে কেমন ইনকাম করতেছে। তারা তাদের কৌশল গুলো শেয়ার করতেছে।

 

সার্ভে সম্পর্কে আমার নিজের কিছু মতামতঃ

 

যাই হোক সার্ভেতে অনেক কিছুর পরিবর্তন এসেছে। আর আসবেই এটাই স্বাভাবিক দিন যাবে আর দুনিয়ার সব কিছুই পরিবর্তন হবে। উদাহরণ দিলে বলবো আগে সবাই ম্যাক্সিমাম বাটন ফোন ব্যবহার করতাম এখন হাত দেখলেই স্মার্ট ফোন। সুতরাং পরিবর্তনের সাথে তা মিলিয়ে চলাই বেটার ,না হলে নোকিয়া কোম্পানির  মতো কোম্পানি ধসে যেতে দুই মিনিট লাগবে না, এবং সার্ভে কাজটা আগে যতটা সহজ ছিলো, এখন ততটা নয়। যদিও ইনকাম করাটা কখনোই সহজ ছিলনা হোক সেটা অনলাইন ইনকাম বা অফলাইন। যেকোনো  কাজ করার জন্য আপনাকে প্রথমে কাজটা বুঝতে হবে মিনিমাম একটা অভিজ্ঞতার সামিল হতে হবে যদিও অনলাইনে ইনকামের জন্য সার্ভে কাজটা বেশ সহজ কারন এইখানে কাজ করার জন্য বেশি কিছু জানার প্রয়োজন হয়না। তবে আপনি যদি একেবারেই কিছু না জানেন তাহলে এই কাজটা আপনার জন্য নয়। সার্ভে কাজ করার জন্য যে জিনিসগুলো আপনাকে জানতেই হবে সেগুলো হচ্ছে

 

মোটামুটি ইংরেজি জানা যাতে একটা Question পরে আপনি বুঝতে পারেন যে সেখানে কি জানতে চাওয়া হচ্ছে।

একটা সাধারণ প্রশ্নের উত্তর কিভাবে খুজতে হয় সেটা জানা। অর্থাৎ সার্চ ইঞ্জিন যেমন গুগল কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো জানতে হবে। সার্ভেতে এমন অনেক প্রশ্ন আছে যেগুলো উত্তর আপনার জানা নাই সেখানে শুধু Yes, No, Very good লিখে গেলেই আপনি পার পাবেন না আপনাকে উত্তরটা সঠিকভাবে লিখতে হবে যাতে সার্ভে কম্পানি কখনো আপনার সার্ভে যদি রিভিউ করে তাহলে তাদের যেন মনে হয় যে আপনি সত্যিই প্রশ্নগুলো পড়ে উত্তর করছেন বা আপনি আসলেই একজন আমেরিকান।

 

উপরেই টা জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে এছাড়া আপনাকে কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে ব্যাসিক ধারনা থাকতে হবে যাতে করে ছোটখাটো সমস্যা গুলোর সমাধান নিজেই করতে পারেন কাউকে জিজ্ঞাসা না করেই

 

আপনি যদি নতুন হিসেবে সার্ভে কাজ শুরু করেন তাহলে আপনার যে আহামরি ইনকাম হবে এমনটা নয়। কারন সবক্ষেত্রেই অভিজ্ঞতার একটা দাম রয়েছে।তবে শুরুতে যা হবে, আপনি চালিয়ে নিতে পারবেন।

 

আরেকটা প্রশ্ন অনেকেই আমাকে করে থাকেন, আমাদের আইপি  দামটা কেন বেশি অমুক ভাই কমে দিচ্ছে আমি কেন  বেশি টাকা চাচ্ছি। তার কারন হচ্ছে এই আইপির  এর পেছনে আমার বেশি টাকা খরচ হয়। আপনি যেই কম টাকার আইপির এর কথা বলছেন সেটা আমিও দিতে পারি কিন্তু দেইনা কারন আমি জানি আপনি সেই আইপি গুলো দিয়ে বেশি কিছু করতে পারবেন না। কারন সার্ভে কাজের জন্য যেমন কাজ জানাটা জরুরি তেমনি ভালো মানের আইপি থাকাটাও জরুরী। সব আইপি আমি চালিয়ে দেখেছি আপনি যদি প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন কেও না হন তাহলে কম টাকার আইপি  দিয়ে পোষায়তে পারবেন না।

 

শেষকথা, কোন আইপি তে কত ইনকাম হয় সেটা না জেনে নিজেকে প্রশ্ন ক্রুন আপনি কতটুকু কি করতে পারবেন। আমার যেমন মাসে ৩০০$-৫০০$ ইনকাম করার মতো মেম্বার আছে।তেমনি এমনও মেম্বার আছে যারা আইপির  এর টাকাটাও তুলতে পারেনা। শুধু আইপি কিনে রাখলেই ইনকাম হয়না কাজ করতে হয়, একটা কাজের পেছনে লেগে থাকতে হয় শুরুতেই যদি হতাশ হয়ে কাজ ছেড়ে দেন তাহলে চলবেনা। আপনি যদি কাজ না জানেন তাহলে আপনাকে যদি আমেরিকা নিয়ে গিয়ে আসল পিসিতে বসিয়ে দেওয়া হয় তাহলেও আপনি কিছু করতে পারবেন না। তাই আজাইরা অজুহাত খুজবেন না প্লিজ

 

আরও বিস্তারিত জানতে, ফেসবুক গ্রুপঃ

https://www.facebook.com/easyitfirm/

আরও বিস্তারিত জানতে, ফেসবুক পেজঃ

https://www.facebook.com/easyitfirm/

 

আমাদের পেমেন্ট করার মাধ্যম

 

(বিকাশ /রকেট পার্সোনাল একাউন্ট/ব্যাংক একাউন্ট) আপনি পেমেন্ট করতে চাইলে সুবিধা অনুযায়ী একাউন্ট দিয়ে দিব।

 

পেমেন্ট করার আগে,

এই নাম্বারে কল করে নিশ্চিত হন:  

01611830890

 

এখন বড় বিষয় হচ্ছে কিভাবে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সার্ভিস নিবেন ?

আমার সাথে  যোগাযোগ করার মাধ্যম গুলো হলো নিম্নরূপ :

 

স্কাইপি : jahidboss_1

মেইল : abujahid9@gmail.com

ফোন : 01611-830890

 

-আমাকে ফোন না দিয়ে ডাইরেক্ট ফেইসবুক মেসেঞ্জার অথবা স্কাইপি তে নক দিন আমি ১০০% রিপ্লায় করবো ইনশাআল্লাহ, এখানেই একটিভ থাকি । বিশেষ প্রয়োজনে ফোন কথা দুই জন চ্যাট করে সিলেক্ট করা বলা যাবে।

 

-যেহুতু সার্ভিস প্রোভাইড নিয়ে কাজ করি সুতরাং অনেক ব্যস্ত থাকতে হয়, তাই ফোন রেসপন্স করতে দেরি হতে পারে তাই মেসেঞ্জার অথবা স্কাইপি তে নক দিন।

 

-আরেকটা কথা আমার কোনো শাখা, প্রাকটিক্যাল, অফিস নাই। সুতরাং সকল সার্ভিস গুলো ফেইসবুক, স্কাইপি বা মেইলের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। সব সাপোর্ট ভার্চুয়াল, বিশেষ প্রব্লেম Anydesk/Teamviewer দিয়ে সমাধান করি

 

মনে রাখবেন: আমরা কাউকে প্রলোভন বা লাখোপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে আইপি সেল করি না। সুতরাং যেকোনো প্রকার আইপি কেনার ঠিক পূর্ব মুহুর্তে ভেবে অর্ডার করবেন। কারণ আইপি অর্ডার করার পর অর্থাৎ পেমেন্ট করার পর তা কখনো রিফান্ড হবে না মানে টাকা অফেরৎযোগ্য অর্থাৎ আপনার কোনো সস্তা কোনো অজুহাত বা তালবাহানা করলে তা কাজে আসবে না। তাই বলছি অর্ডার করার আগে ভেবে চিন্তে কনফার্ম করবেন প্লিজ।


ধন্যবাদ : আপনার মূল্যবান সময় দিয়ে পড়ার জন্যে আশা করি আপনি আপনার সময়টাকে কাজে লাগাবেন। আমার জন্যে দোয়া করবেন।


No comments

Theme images by konradlew. Powered by Blogger.