আমিও জানতে চাই - কত আয়?? কিভাবে??
আমিও জানতে চাই - কত আয়?? কিভাবে??
আপনার বাড়ি কই? সেখানকার জীবন
যাত্রা সম্পর্কে আপনার নিশ্চয় ভালো আইডিয়া আছে,
তাই না? কিন্তু
আপনার বাড়ি যেখানে নয়, সেখানকার সম্পর্কে
আইডিয়া না থাকার দরুন,
যেকোনো কেউ সহজেই বুঝতে
পারবে আপনি মিথ্যা বলছেন।
ঠিক তেমনই, আপনি
সার্ভে করে ইনকাম করতে
চান অথচ আপনাকে যে
আইডেনটিটি, পরিচয়, প্রোফাইল দেওয়া হয় ঐ বাপ্যারে
আপনি কিছু জানবেন না।
সেটা কি হয়?
আপনার সিটি, জিপ কোড, স্টেট
এগুলোর ব্যাপারে আপনার ভালো আইডিয়া থাকতে
হবে।
ঐ শহরের মানুষের
জীবনযাত্রার মান,আ্যভারেজ ইনকাম,
আশেপাশে হোটেল, রেস্টুরেন্ট, আপনার কমক্ষেত্র এগুলো ব্যাপারে ভালো আইডিয়া রাখুন।
ঐ স্টেটের চলমান
ঘটনাবলীর ব্যাপারে গুগল করুন।
ভুলভাল ইংরেজি না লিখুন , সাধারণ
প্রশ্নের উত্তর কোয়ালিটি মেইনটেইন করে সঠিকভাবে দিন।
আপনার উত্তর দেওয়ার ধরন দেখেই যেন
সার্ভে সাইট বুঝতে না
পারে আপনি আমেরিকান না।
নতুন একাউন্টে এগুলো
ভালো করে মেইনটেইন করুন,
করতে হবে।
নতুনদের উদ্দেশ্যে সবসময়ই একটা কথা আমি
বলি, আগে আ্যকাউন্ট টিকানোর
কৌশল বুঝুন
তারপর ইনকামের কথা মাথায় আনুন।
এত কিছু নিশ্চিত
করার পরে একাউন্ট যে
ব্যান হবে না, এমন
নিশ্চয়তা নেই, একাউন্ট ব্যান
খাবেন এটা স্বাভাবিক। আজকে
যারা ভালো ইনকাম করছে
তারাও প্রথমে আ্যকাউন্ট ব্যান খাইছে। তবে সর্বোচ্চ চেষ্টাটুকু
করতে হবে।
লেগে থাকুন।
সময় দেন।
কোন কাজেই হুট
করে এসে চট করে
ভালো ফলাফল পাবেন না।
যারা এমন ভাবেন
যে, আইপি কেনার জন্য
ইনভেস্ট করলেন, আর আপনার টাকা
আয় হওয়া শুরু হবে, এমন
চিন্তা বাদ দেন। ভালো
গাইডলাইনই আপনাকে আপনার সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে, নচেৎ আপনার টাকা
আর পরিশ্রম সম্পূর্ণ জলে যাবে।
তাই আমাদের ব্যাচ
এ জয়েন করুন, সঠিক পরামর্শ সহকারে
এগিয়ে চলুন। আমরা ইনকাম না
হওয়া পর্যন্ত আপনাদের সাথে থাকি, থাকছি।
সঠিক সিদ্ধান্ত আপনার
ভবিষ্যত পরিবর্তন করতে পারে, সেটা
এই কাজের ক্ষেত্রেই হোক, বা আপনি
বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে জন্য কিভাবে পড়াশুনা
করবেন, কোন কোচিং এ
কোন ইউনিটের কোচিং করবেন সেটার ক্ষেত্রেই হোক। আপনার সঠিক
সিদ্ধান্তের ফলাফল আপনার সফলতা।
কাজ শুরু করতে আমাদের সাথে যোগাযোগ করুন।
*** সার্ভে কাজ/জব করার জন্য কমপ্লিট প্রশিক্ষন/গাইডলাইন
*** ইউ এস এ রিয়েল এড্রেস ডিটেইলস নোটপ্যাড ফাইল
*** একটা ইউ এস এ ফোন ভেরিফিকেশন নং
*** ভালো মানের ১ টি রেসিডেন্সিইয়াল আই
পি
*** ভেরিফাইড ইউ এস এ ব্যাংক একাউন্ট
ডিটেইলস/পেপাল একাউন্ট।
*** নিয়োমিতি সাপোর্ট
আমাদের সাথে যোগাযোগ করতেঃ
Mobile: 01611-830890
Skype ID: jahidboss_1
Blog: https://easyitfirm.blogspot.com/
Facebook page:
https://www.facebook.com/easyitfirm/
What’s app:
https://chat.whatsapp.com/LKtZANRvyml75ggaiyJbBr
No comments